Recitation । তেলাওয়াত
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
Sura Fussilat-41
১. হা-মীম।
1. Haa Miim.
২. (এ কিতাব) রহমান রহীম আল্লাহ পাকের নিকট থেকে অবর্তীণ করা হয়েছে।
2. A revelation from the most gracious, Most Merciful;
৩. (এ কোরআন এমন এক) কিতাব, যার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করা হয়েছে, (তদুপরি এ) কোরআন আরবি ভাষায় এমন একটি জতির জন্যে(অবর্তীণ হয়েছে) যারা এটা জানে,
3. A Book, whereof the verses are explained in detail; a Quran in Arabic, for people who understand,
৪. (এ কিতাব হচ্ছে বেহেস্তের) সুসংবাদদাতা আর (দোযখের) ভীতি প্রদর্শনকারী, তারপরও (মানুষদের) অধিকাংশ (এ থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা (এ কিতাবের কথা ) শোনে না।
4. Giving Good news and admonition: yet most of them turn away, and so they hear not.
৫. তারা বলে,যে বিষয়ের দিকে আপনি আমাদের ডাকছেন তার জন্যে আমাদের অন্তরসমূহ আবরণে আচ্ছাদিত হয়ে আছে, অমাাদের কানেও রয়েছে বধিরতা, আমাদের ও আপনার মধ্যে একটি দেয়াল (দাঁড়িয়ে ) আছে, সুতরাং, আপনি আপনার কাজ করুন আর আমরা আমাদের কাজ করি।
5. They say: "Our hearts are under veils, (concealed) from that to which you invite us, and in our ears is a deafness, between us and you is a screen: so do thou (what you will); for us, we shall do (what we will!);
Updating Please Stay With Me
0 comments:
Post a Comment
Thanks for your comments.