Recitation । তেলাওয়াত

১. দুভোর্গ রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে, যে (সামনে পেছনে মানুষদের) নিন্দা করে
Woe to every (kind of) scandal-monger and backbiter
যে (কাঁড়ি কাঁড়ি) অর্থ জমা করে এবং (যথাযথভাবে) তা গুনে গুনে রাখে,
2. Who pileth up wealth and layeth it by
৩. সে মনে করে, (তার এ) অর্থ তাকে (এ পৃথিবীতে) স্থায়ী করে রাখবে!
3. Thinking that his wealth would make him last for ever!
৪. বরং নির্ঘাত অল্পদিনের মধ্যেই সে চূর্ণবিচূর্ণকারী আগুনে নিক্ষিপ্ত হবে,
4. By no means ! He will be sure to be thrown into that which Breaks to Pieces,
৫. আপনি কি জানেন, বিচূর্ণকারী আগুন কেমন?
5. And what will explain to you that which Breaks to Pieces?
৬. (এ হচ্ছে সম্পদলোভীদের জন্যে) আল্লাহ পাকের প্রজ্বলিত এক আগুন।
6. (it is) the Fire of Allah kindled (to blaze).
৭. যা (এতো মারাত্মক যে তার দহন) মানুষের হৃদয়ের ওপর পর্যন্ত পৌছে যাবে;
7. The which doth mount (right) to the Hearts;
৮. (গর্ত বন্ধ করে) তাদের ওপর ঢাকনা দিয়ে রাখা হবে,
8. It shall be made into a vault over them,
৯. উঁচু উঁচু থামের মধ্যে (তা গেড়ে) রাখা হবে।
0 comments:
Post a Comment
Thanks for your comments.