Saturday, November 12, 2016

Al Ma'un । মাউন - ছোটখাট সাহায্য


Recitation । তেলাওয়াত



Bangla Meaning: ১. আপনি কি সে ব্যক্তির কথা (কথনো) ভেবে দেখেছেন, যে শেষ বিচারের দিনকে অস্বীকার করে?  ২. এ তো হচ্ছে সে ব্যক্তি, যে (নিরীহ) এতীমকে গলাধাক্কা দেয়, ৩. মিসকীনদের খাবার দিতে কখনো সে (অন্যদের) উৎসাহ দেয় না। ৪. (মর্মান্তিক) দুর্ভোগ রয়েছে সেসব মুনাফেক) নামাযীর জন্যে, ৫. যারা নিজেদের নামায থেকে উদাসীন থাকে, ৬. তারা কার্জকর্মের বেলায় শুধু প্রদর্শনী করে। ৭. এবং ছোটো খাটো জিনিস পর্যন্ত (যারা অন্যাদের) দিতে নিষেধ করে।

English Translation: 1. What about the person saw that denies the Last Judgement Day? 2. Then such is the one who repulses te orphan, 3. And encourages not he feeding of the indigent. 4. So woe to the worshipers, 5. Who are neglectful of their Prayers, 6. Those who (want but) to be seen. 7. But refuse (to supply) (even) neighborly needs.

0 comments:

Post a Comment

Thanks for your comments.