Thursday, December 8, 2016

Al Fatiha । ফাতিহা - সূচনা


Recitation । তেলাওয়াত


১. সমস্ত প্রসংশা সারা জাহানের প্রতিপালক আল্লাহ তা'আলার জন্যে
      1. Praise be to Allah, the Cherisher and Sustainer of the worlds,

২. যিনি পরম করুণাময়, অসীম দয়ালু,
2. Most Gracious, Most Merciful.
 
৩. যিনি বিচার দিনের মালিক।
3. Master of the Day of Judgement.

৪. (হে প্রভু!)  আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং অাপনারই নিকট সাহায্য প্রার্থনা করি।
4. You do we worship and thine aid we seek.
৫. আপনি আমাদেরকে (সরল ও) সঠিক পথ দেখান,
5. Show us the straight way,
৬. তাদের পথে-যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন
6. The way of those on whom-You have bestowed your Grace,
৭. তাদের পথে নয়-যারা আপনার গযবে পতিত হয়েছে এবং (তাদের পথেও নয়) যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে।
7. Those whose (portion) is not wrath and who go not astray.

Related Posts:

0 comments:

Post a Comment

Thanks for your comments.