Friday, February 3, 2017

Kasor Salat

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

কসর নামাযের বর্ণনা

১০২৭। হাদীসঃ হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে ঊনিশ দিন পর্যন্ত অবস্থান করেন এবং নামায কসর করেন। কাজেই (কোথাও) আমরা ঊনিশ দিনের সফরে থাকলে কসর করি এবং এর চাইতে বেশি হলে পুরোপুরি নামায আদায় করি।

১০২৮। হাদীসঃ হযরত আনাস (রাঃ) বলেন, আমরা নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে মদীনা মোনাওয়ারা হতে মক্কা মোয়াজ্জমায় সফর করলাম। তিনি পুনরায় মদীনায় আসা পর্যন্ত প্রত্যেক নামাযই দু' দু'রাকআত করে আদায় করেন। বর্ণনাকারী ইয়াহইয়া বলেন,আমি হযরত আনাস (রাঃ)-কে বললাম, আপনারা কতদিন মক্কায় অবস্থান করেছিলেন? তিনি বলেন, আমরা মক্কা মোয়াজ্জমায় দশ দিন অবস্থান করেছিলাম।

১০২৯। হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর (রাঃ) ও উমার (রাঃ)-এর সঙ্গে মিনার দুরাকাত নামায আদায় করেছি। উসমান (রাঃ) এর সঙ্গেও তার খিলাফতের প্রথম দিকে দুরাকাত নামায আদায় করেছি। তারপর তিনি পূর্ণ নামায আদায় করতে লাগলেন।

১০৩০। হাদীসঃ হযরত হারিসা ইবনে ওয়াহব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-নিরাপদ অবস্থায় আমাদেরকে নিয়ে মিনায় দুই রাকাআত নামায আদায় করেছেন।

UPdating Please Stay With Me

Related Posts:

  • Alimony । ভরণ-পোষণ بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে ভরণ-পোষণ ৪৯৯৬। হাদীসঃ হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূ… Read More
  • Marriage । বিবাহ بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে বিবাহ ৪৭৩৫। হাদীসঃ হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু… Read More
  • The battlefield of the Prophet (s:) । নবী করীম (সাঃ)-এর যুদ্ধবিগ্রহ بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে নবী করীম (সাঃ)-এর যুদ্ধবিগ্রহ ৩৬৮৭। হাদীসঃ হযরত আবু ইসহাক (রঃ) থেকে … Read More
  • Divorce । তালাক بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে তালাক ৪৯০৯। হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, তিনি রা… Read More
  • Tafsir । তাফসীর بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে তাফসীর ৪১৫১। হাদীসঃ হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা (রাঃ) থেকে বর্… Read More

0 comments:

Post a Comment

Thanks for your comments.