Wednesday, June 28, 2017

Dictation । অসিয়ত

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে


অসিয়ত পর্ব
২৫৭৬। হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ছল্লাল্লা-হু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তির উচিত নয় যে, তার অসীয়াতযোগ্য কিছু (সম্পদ) রয়েছে, সে দু'রাত কাটাবে অথচ তার কাছে তার অসীয়াত লিখিত থাকবে না।

২৫৭৭। হাদীসঃ হযরত রাসূলুল্লাহ ছল্লাল্লা-হু 'আলাইহি ওয়াসাল্লাম-এর শ্যালক অর্থাৎ উম্মুল মুমিনীন জুওয়াইরিয়া বিনতে হারিসের ভাই আমর ইবনুল হারিস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছল্লাল্লা-হু 'আলাইহি ওয়াসাল্লাম তার ইনতিকালের সময় তাঁর সাদা খচ্চরটি, তার হাতিয়ার এবং সে জমি যা তিনি সাদকা করেছিলেন, তাছাড়া কোন স্বর্ণ বা রৌপ্য মুদ্রা, কোন দাস-দাসী কিংবা কোন জিনিস রেখে যায়নি।

Updating Please Stay With Me

0 comments:

Post a Comment

Thanks for your comments.