Thursday, June 29, 2017

Food and Food Eating । খাদ্যদ্রব্য ও খাদ্য গ্রহণ

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

খাদ্য দ্রব্য ও খাদ্য গ্রহণ
৫০১৯। হাদীসঃ হযরত উমর ইবনে আবু সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ছোট ছেলে হিসাবে রাসূলুল্লাহ-এর তত্ত্বাবধানে ছিলাম। খাবার বাসনে আমার হাত ছুটাছুটি করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে বৎস! বিসমিল্লাহ বলে ডান হাতে আহার কর এবং তোমার কাছের থেকে খাও। এরপর থেকে আমি সব সময় এ পদ্ধতিতেই আহার করতাম।

৫০২০। হাদীসঃ হযরত উমর ইবনে আবু সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি নবী-এর সহধর্মিনী উম্মে সালামার পুত্র ছিলেন। তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লা-হু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে আহার্য খেলাম। আমি পাত্রের সবদিক থেকে খেতে লাগলাম। রাসূলুল্লা-হু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, নিজের কাছ থেকে খাও।

Updating Please Stay With Me

Related Posts:

  • Take permission । অনুমতি গ্রহণ بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে অনুমতি গ্রহণ ৫৮৩৩। হাদীসঃ হযরত আবু হেরায়রা (রাঃ) বলেন, নবী ক… Read More
  • Kaffara । কাফফারা بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে কাফফারা ৬২৯১। হাদীসঃ হযরত কা'ব ইবনে উজরা (রাঃ) থেকে বর্ণিত, তি… Read More
  • Taqdir (fate) । তাকদীর (ভাগ্য) بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে তাকদীর (ভাগ্য) ৬১৮২। হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) … Read More
  • Pray । দোয়া بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে দোয়া ৫৯০৬। হাদীসঃ হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্ল… Read More
  • Oath ‍and Obideience । শপথ ও মান্নত بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শপথ ও মান্নতের আলোচনা ৬২০৮। হাদীসঃ হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণি… Read More

0 comments:

Post a Comment

Thanks for your comments.