Friday, June 30, 2017

Take permission । অনুমতি গ্রহণ

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
 পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

অনুমতি গ্রহণ

৫৮৩৩। হাদীসঃ হযরত আবু হেরায়রা (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তা'আলা হযরত আদম (আঃ)-কে নিজের আকৃতিতে সৃষ্টি করেছেন। তার উচ্চতা ছিল ষাট হাত বা ষাট গজ।
আল্লাহ তা'আলা তাঁকে সৃষ্টি করার পর বললেন, যাও অবস্থানরত ফেরেশতা দলকে সালাম কর। আর খেয়াল করে শুনো, তারা তোমার সালামের জবাবে কি বলে? আর এটাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম।
সুতরাং আদম (আঃ) তাদের কাছে গিয়ে বললেন- আসসালামু আলাইকুম (আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক)। ফেরেশতাগণ তখন জবাবে বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি (আপনার উপরও শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক)। জবাবে ফেরেশতাগণ ওয়া রাহমাতুল্লাহ অংশ বৃদ্ধি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা বেহেশতবাসী হবেন তাদের প্রত্যেকেই হযরত আদম (আঃ)-এর আকৃতি বিশিষ্ট হবেন। আর তখন থেকে এ পর্যন্ত ক্রমাগত মানুষের উচ্চতা ও আকৃতি হ্রাস পেয়ে আসছে।

Updating Please Stay With Me

0 comments:

Post a Comment

Thanks for your comments.