بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
সৃষ্টি জগতের সূচনা
২৯৯৪। হাদীসঃ হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিন বলেন, রাসূলুল্লাহ ছল্লাল্লা-হু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে গালমন্দ করে অথচ আমাকে গালমন্দ করা তার উচিত নয়। আর সে আমাকে অস্বীকার করে অথচ তার তা উচিত নয়। আমাকে গালমন্দ করার হচ্ছে, এ উক্তি যে, আমার সন্তান আছে। তার তা অস্বীকার করা হচ্ছে, তার এ উক্তি, যেভাবে আল্লাহ আমাকে প্রথমে সৃষ্টি করেছেন, সেভাবে কখনও তিনি আমাকে পুনঃ সৃষ্টি করবেন না।
২৯৯৫। হাদীসঃ হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছল্লাল্লা-হু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন সৃষ্টি কার্য সমাধা করলেন, তখন তিনি তার কিতাব লাওহে মাহফুজে লিখেন, যা আরশের উপর তার কাছে বিদ্যমান। নিশ্চয়ই আমার করুণা আমার ক্রোধের চেয়ে প্রবল।
Updating Please Stay With Me
0 comments:
Post a Comment
Thanks for your comments.