بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
উত্তরাধিকার
৬৩০৮। হাদীসঃ হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি অসুস্থ হয়ে পড়লাম। তখন রাসূলুল্লাহ সল্লাল্লা-হু ‘আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর (রাঃ) আমার শুশ্রুষা করলেন। তাঁরা উভয়েই পদব্রজে আসলেন এবং আমার কাছে উপস্থিত হলেন। আমি তখন বেহুশ অবস্থায় ছিলাম। রাসূলুল্লাহ সল্লাল্লা-হু ‘আলাইহি ওয়াসাল্লাম অজূ করলেন এবং আমার উপর অজূর পানি ঢেলে দিলেন। আমি হুঁশে এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার সম্পদের ব্যাপারে কি করব। আমার সম্পদের ব্যাপারে কি অবস্থা গ্রহণ করব? তখন তিনি আমাকে কোন উত্তর দিলেন না। অবশেষে উত্তরাধিকার সংক্রান্ত আয়াত নিাযিল হল।
৬৩০৯। হাদীসঃ হযরত আবু হোরায়রা (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুমাননির্ভর ধারণা পোষণ থেকে তোমরা দূরে থাক। কেননা, অনুমাননির্ভর বিষয়টাই হচ্ছে চরম মিথ্যা। আর অন্যের প্রতি কুধারণা পোষণ কর না এবং অন্যের দোষ-ত্রুটির অন্বেষণে লিপ্ত হয়ো না। তোমরা পরস্পর হিংসা-বিদ্বেষ পোষণ এবং সম্পর্ক ছিন্ন কর না, বরং হে আল্লাহর বান্দাগণ! তোমরা পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে জীবন যাপন কর।
Updating Please Stay With Me
0 comments:
Post a Comment
Thanks for your comments.