Tuesday, July 4, 2017

Oath ‍and Obideience । শপথ ও মান্নত

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

শপথ ও মান্নতের আলোচনা
৬২০৮। হাদীসঃ হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, আবু বকর (রাঃ) কখনও কসম ভঙ্গ করেননি, যতক্ষণ না আল্লাহ তা'আলা কসমের কাফফারা সংক্রান্ত আয়াত নাযিল করেন। তিনি বলতেন, আমি যেকোন ব্যাপারে কসম করি। এরপর যদি এর চেয়ে উত্তমটি দেখতে পাই তবে উত্তমটিই করি এবং আমার কসম ভঙ্গের জন্য কাফফারা অাদায় করে দেই।

৬২০৯। হাদীসঃ হযরত আবদুর রহমান ইবনে সামুরা (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবদুর রহমান ইবনে সামুরা! তুমি নেতৃত্ব চেয়ে নিও না। কেননা, যদি তোমাকে তা চাওয়ার কারণে দেয়া হয়, তা হলে তোমার উপর তা সোপর্দ করা হবে। আর যদি না চাওয়ার কারণে দেয়া হয়, তবে সেখানে তোমাকে সাহায্য করা হবে (কারণ কোন ক্ষমতা আপনা আসলে সেখানে প্রবৃত্তির লালসা থাকে না)।

আর তুমি কোন শপথ করে তার বিপরীত করা উত্তম দেখলে তা ভঙ্গ করবে এবং কাফফারা দিয়ে দিবে। আর যেটা উত্তম সেটা করবে।

Updating Please Stay With Me

0 comments:

Post a Comment

Thanks for your comments.