Friday, July 7, 2017

Quran Hadith Following । কোরআন হাদীস অনুসরণ

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

কোরআন হাদীস অনুসরণ

৬৮১৫। হাদীসঃ হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- আমাকে তাঁর বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহ! তুমি তাকে কিতাবের (কুরআনের) জ্ঞান দান করো।

৬৮১৬। হাদীসঃ হযরত আবু বারযা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তা'আলা তোমাদেরকে ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দ্বারা অমুখাপেক্ষী করেছেন। কিংবা বলেছেন, পরিপূর্ণ করেছেন।

৬৮১৭। হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে দীনার (রাঃ) থেকে বর্ণিত যে, আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) আবদুল মালিক ইবনে মারওয়ানের বায়আত গ্রহণ প্রসঙ্গে লিখলেনঃ আল্লাহ ও তাঁর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের ভিত্তিতে আমার সাধ্যানুসারে (আপনার নির্দেশ) শোনা ও মানার অঙ্গীকার করছি।

Updating Please Stay With me

0 comments:

Post a Comment

Thanks for your comments.