Bangla Meaning: ১.(হে নবী!) আপনি বলুন, আমি উজ্জ্বল প্রভাতের প্রভুর কাছে আশ্রয় চাই, ২. (আশ্রয় চাই) তাঁর সৃষ্টি করা (প্রতিটি জিনিসের) অনিষ্ট থেকে, ৩. আমি আশ্রয় চাই রাতের (অন্ধকারে সংগঠিত) অনিষ্ট থেকে, (বিশেষ করে) যখন রাত তার অন্ধকার বিছিয়ে দেয়,৪. (আমি আশ্রয় চাই) গিরায় ফুঁক দিয়ে যাদুটোনাকারীণীদের অনিষ্ট থেকে, ৫. হিংসুক ব্যক্তির (সব ধরনের হিংসার) অনিষ্ট থেকেও (আমি আপনার আশ্রয় চাই) যখন সে সিংসা করে।
English Translation: 1. Say: I seek refuge with the Loard of the Dawn, 2. From the mischief of created things; 3. From the mischief of Darkness as it overspreads; 4. From the mischief of those who blow on knots; 5. And from the mischief of the envious one as he practises envy.
0 comments:
Post a Comment
Thanks for your comments.