Friday, January 6, 2017

Al Qadr । ক্বদর - মহিমান্বিত

Recitation । তেলাওয়াত

اِنَّا اَنْزَلْنٰهُفِىْ لَيْلَةِ الْقَدْرِ ١
১. আমি এ (গ্রন্থ) টি অবর্তীণ করেছি এক মর্যাদাপূর্ণ রাতে,
1. We have indeed revealed this (Message) in the Night of Power,
وَمَا اَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ٢
২. আপনি কি জানেন সেই (মর্যদাপূর্ণ) রাতটি কি?
2. And that will explain to you what the Night of Power is?
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ ٣
৩. মর্যাদাপূর্ণ এ রাতটি হাজার মাসের চেয়ে উত্তম।
3. The Night of Power is better than a thousand months.
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوْحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِّن كُلِّ اَمْرٍ٤ 
৪। এতে (ফেরেশতা ও তাদের সর্দার 'রুহ' তাদের প্রভুর সব ধরনের আদেশ নিয়ে (যমীনে) অবতরণ করে,
4. Therein come down the angels and the spirit by Allah's permission, on every errand,
سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ ٥
৫. (সে আদেশ বার্তাটি হচ্ছে চিরন্তন) প্রশান্তি! তা উষার আবির্ভাব পর্যন্ত (অব্যাহত) থাকে।
5. Peace! This until the rise of morn.





0 comments:

Post a Comment

Thanks for your comments.