بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
বৃষ্টি প্রার্থনার পর্ব
৯৫৭। হাদীসঃ হযরত আব্বাদ ইবনে তামীম তার চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরীর রমযান মাসে ইস্তেস্কার নামাযের জন্য ঘর থেকে বের হন এবং নামাযের পূর্বে স্বীয় চাদর মোবারক উলটে দেন।
৯৫৮। হাদীসঃ হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ রাকাআত থেকে মাথা উঠালেন, তখন বললেন, হে আল্লাহ! আইয়্যাশ ইবনে আবু রাবী'আহকে মুক্তি দিন। হে আল্লাহ! দূর্বল মু'মিনদেরকে মুক্তি দিন। হে আল্লাহ! মুযার গোত্রের উপর আপনার শাস্তি কঠোর করে দিন। হে আল্লাহ! ইউসুফ (রাঃ-এর যমানার দুর্ভিক্ষের বছরগুলোর ন্যায় (এদের উপরে) কয়েক বছর দুর্ভিক্ষ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, গিফার গোত্র, আল্লাহ্ তাদেরকে ক্ষমা করুন। আর আসলাম গোত্র, আল্লাহ্ তাদেরকে নিরাপদে রাখুন। ইবনে আবুয যিনাদ (রঃ) তাঁর পিতা থেকে বলেন, এ সমস্ত দু'আ ফজরের নামাযে ছিল।
Updating Please Stay With Me
0 comments:
Post a Comment
Thanks for your comments.