بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
বেতের নামাযের আলোচনা
Wicker discussion Prayer
বেতের নামাযের বিবরণ
Wicker Prayer Details
৯৪৩। হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-কে রাত্রিকালীন নামায সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, রাত্রিকালীন নামায হল দু'রাকাআত দু'রাকাআত। সুতরাং তোমাদের কেউ যদি রাত্রিকালীন নামায পড়তে পড়তে ভোর হয়ে যাওয়ার ভয় করে, তখন শেষের দু'রাকআতের সাথে এক রাকআত নামায পড়তে হবে, যা তার রাত্রিকালীন নফল নামাজে বেতের (বিজোড়) করে দিবে। নাফে থেকে বর্ণিত আছে যে, আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) বিতির পর্যায়ে এক ও দু'রাকাতের মাঝে সালাম ফিরাতেন ও কোনো দরকারী কাজের নির্দেশ দিতেন।
943. Hadith: Abdullah ibn Umar (ra) said, a man Apostle of Rasul Lullah sallalla'hu When asked about the night prayer, he said, the two rak'at two rak'at nightly prayers. So if you are afraid to go out in the morning to read the nightly prayers, the last one with a two-rak'at prayer will be read by performing his nightly voluntary prayer cane (odd) will. Narrated Nafi that Abdullah ibn Umar (ra), one of the two rak'ah Witr between Salam and any useful purpose would indicate.
৯৪৪। হাদীসঃ হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি তাঁর খালা উম্মুল মু'মিনীন মাইমুনা (রাঃ)-এর ঘরে রাত কাটান। (তিনি বলেন) আমি বালিশের প্রান্তের দিক দিয়ে শয়ন করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার সেটির দৈর্ঘ্যের দিক দিয়ে শয়ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম রাতের অর্ধেক বা তার কাছাকাছি সময় পর্যন্ত ঘুমালেন। এরপর তিনি জাগ্রত হলেন এবং চেহারা থেকে ঘুমের আবেশ দূর করেন। পরে তিনি সূরা আলে-ইমরানের (শেষ) দশ আয়াত তিলাওয়াত করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম একটি ঝুলন্ত মশকের নিকট গেলেনে এবং উত্তমরুপে অযু করলেন। এরপর তিনি নামাযে দাড়ালেন। আমিও তার মতই করলাম এবং তার পাশেই দাড়ালাম। তিনি তার ডান হাতে আমার মাথার উপর রাখলেন এবং আমার কান ধরলেন। এরপর তিনি দু'রাকাআত নামায আদায় করলেন। এরপর দু'রাকাআত, এরপর দু'রাকাআত, এরপর দু'রাকাআত, এরপর দু'রাকাআত, এরপর তিনি বিতর আদায় করলেন। তারপর তিনি শুয়ে পড়লেন। অবশেষে মুআযযিন তাঁর কাছে এলো। তখন তিনি দাঁড়িয়ে দু'রাকাআত নামায আদায় করলেন। তারপর বের হয়ে ফজরের নামায আদায় করলেন।
944. Hadith: Ibn Abbas (ra) narrated, his aunt maimuna Mother of the Believers (R) and spent the night in the house. (He said) I was lying on the side of the pillow and the Apostle of Rasul Lullah sallalla'hu and his family slept in terms of its length. The Messenger of Allah-hu sallalla at or near the time slept half the night. He was awake and getting away from the obsession with sleep. He Surah Al-Imran (last) ten verses recited. Then the Messenger of Allah-hu sallalla gelene to a hanging skin and well-made ablutions. Then he stood in prayer. I like him and I stood by his side. He placed his right hand on my head and took my ear. Then he prayed two rak'at prayer. The two rak'at, then two rak'at, then two rak'at, then two rak'at, then he prayed witr. Then he lay down. Muayayina finally came to him. He gave up two rak'at prayer. Then he went out and Fajr prayers.
Updating Please Stay With Me
0 comments:
Post a Comment
Thanks for your comments.