بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
মক্কা শরীফ ও মদীনা শরীফের মসজিদে নামায পড়ার ফজীলত
১১২৫। হাদীসঃ কাযআ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু সায়ীদ খুদরী (রাঃ) কে চারটি বলতে শুনেছি। তিনি বলেছেন, আমি নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। আবু সায়ীদ খুদরী (রাঃ) নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে বারটি যুদ্ধে শরীক হয়েছিলেন।
১১২৬। হাদীসঃ হযরত আবু হোরায়রা (রাঃ) নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম থেকে তেলাওয়াত করেন, তিনি ইরশাদ করেছেন, তোমরা তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে যাওয়ার জন্য সফর করো না। এ তিন মসজিদ হল- (১) মসজিদে হারাম অর্থাৎ খানায়ে কাবা, (২) মসজিদে রাসূল অর্থাৎ মদীনা শরীফের সমজিদে নববী, (৩) মসজিদে আকসা বা বায়তুল মোকাদ্দাস ( এ কেবল তিন মসজিদের উদ্দেশ্যে বিশেষভাবে সফর করা জায়েয। এ ছাড়া দুনিয়ার সমস্ত সমজিদই সমমর্যাদার অধিকারী)।
১১২৭। হাদীসঃ হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার মসজিদে (মসজিদে নবী) এক ওয়া্ক্ত নামায পড়া অন্য মসজিদে এক হাজার ওয়াক্ত নামায থেকে উত্তম। তবে মসজিদে হারামের মর্যাদা আরো বেশি।
Updating Please Stay With Me
0 comments:
Post a Comment
Thanks for your comments.