Friday, February 3, 2017

Sawom

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

রোযা পর্ব

 মহান আল্লাহর বাণী- يَا اَيُّهَا الَّذِيْنَ اَمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ
অর্থঃ হে ঈমানদারগণ! তোমাদের পূর্ববর্তী উম্মতের মত তোমারদের উপরও রোযা ফরয করা হয়েছে, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পার। (সূরা বাকারা-১৮৩)

১৭৭৯। হাদীসঃ হযরত তালহা বিন ওবায়দুল্লাহ (রাঃ) বলেন, একদা জনৈক বেদুঈন নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে আগমন করে। তার মাথার চুল ছিল ইতস্ততঃ বিক্ষিপ্ত। সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম! আমাকে বলুন, আল্লাহ আমার উপর কত ওয়াক্ত নামায ফরয করেছেন, তিনি বললেন, পাঁচ ওয়াক্ত, তবে তুমি যদি নফল নামায পড় তবে তা স্বতন্ত্র কথা। লোকটি বলল, আমাকে বলুন, আল্লাহ আমার উপর কতটা রোযা ফরয করেছেন? তিনি বললেন, গোটা রমযান মাস রোযা ফরয, তবে তুমি যদি নফল রোযা রাখ তবে তা স্বতন্ত্র কথা। লোকটি আবার বলল, আমাকে বলুন, আল্লাহ আমার উপর কি পরিমাণ যাকাত ফরয করেছেন, এবার নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের বিধি বিধান জানিযে দিলে সে বলল, সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্য বিধান দিয়ে সম্মানিত করেছেন, মহান আল্লাহ আমার উপর যা ফরয করেছেন, আমি তাতে কম বেশি করব না। লোকটির মন্তব্য শুনে নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল। অথবা বললেন (বর্ণকারীর সন্দেহ), সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল।

১৭৮০। হাদীসঃ হযরত ইবনে উপর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম -আশুরার দিন রোযা পালন করেছেন এবং এ সিয়ামের জন্য আদেশও করেছেন। পরে যখন রমযানের রোযা ফরয হল তখন তা ছেড়ে দেওয়া হয়। আবদুল্লাহ (র) এ রোযা পালন করতেন না, তবে মাসের যে দিনগুলোতে সাধারণত রোযা পালন করতেন, তার সাথে মিল হলে করতেন।

১৭৮১। হাদীসঃ হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, জাহিলী যুগে কুরায়েশগণ আশুরার দিন রোযা পালন করত। নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম পরে এ রোযা পালনের নির্দেশ দেন। অবশেষে রমযানের রোযা ফরয হলে নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ইচ্ছা আশুরার রোযা পালন করবে এবং যার ইচ্ছা সে রোযা পালন করবে না।

Updating Please Stay With Me

0 comments:

Post a Comment

Thanks for your comments.