Thursday, June 29, 2017

The battlefield of the Prophet (s:) । নবী করীম (সাঃ)-এর যুদ্ধবিগ্রহ

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

নবী করীম (সাঃ)-এর যুদ্ধবিগ্রহ
৩৬৮৭। হাদীসঃ হযরত আবু ইসহাক (রঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা যায়েদ ইবনে আরকামের পাশে বসা ছিলাম। এ সময় তাঁকে জিজ্ঞেস করা হল,নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি যুদ্ধ করেছেন? তিনি যায়েদ ইবনে আরকাম বললেন, উনিশটি। পুনারায় প্রশ্ন করা হল, আপনি তাঁর সাথে কয়টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? তিনি বললেন, সতেরটিতে। আবু ইসহাক বলেন, আমি বললাম, এ সব যুদ্ধের মধ্যে কোন যুদ্ধটি সর্বপ্রথম সংঘটিত হয়েছিল? তিনি বললেন, উশায়রা বা উসায়রা। বিষয়টি আমি হযরত কাতাদার কাছে বর্ণনা করলে তিনি বললেন, উশায়রার যুদ্ধ সর্বপ্রথম সংঘটিত হয়েছিল।

UPdating Please Stay With Me

0 comments:

Post a Comment

Thanks for your comments.