Thursday, June 29, 2017

Tafsir । তাফসীর

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

তাফসীর
৪১৫১। হাদীসঃ হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন- আমি একদা মসজিদে নববীতে নামায আদায় করেছি, এমন সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকেন। কিন্তু আমি ডাকে সাড়া দেইনি। পরে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ! আমি নামাযে রত ছিলাম। তখন তিনি বললেন, আল্লাহ কি বলেননি, হে মুমিনগণ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের এমন কিছুর দিকে আহবান করে, যা তোমাদের প্রাণবন্ত করে তখন আল্লাহ ও রাসূলের আহবানে সাড়া দেবে। তারপর তিনি আমাকে বললেন, তিনি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে আমি কুরআনের মহান সূরা শিক্ষা দেব। তারপর তিনি আমার হাত চেপে ধরেন, যখন তিনি মসজিদ থেকে বেরিয়ে যেতে উদ্যত হলেন তখন আমি তাঁকে বললাম, আপনি না আমাকে কুরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দিতে চেয়েছিলেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন-সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক এ পুণ:পুণ: আবৃত সাত আয়াত এবং মহা কুরআন যা আমাকেই প্রদান করা হয়েছে।

Updating Please Stay With Me

0 comments:

Post a Comment

Thanks for your comments.