Friday, June 16, 2017

Freedom freed slave । মুক্তিবদ্ধ দাসের বর্ণনা

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
মুক্তিবদ্ধ দাসের বর্ণনা
২৪০৮। হাদীসঃ হযরত 'আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। বারীরা (রাঃ) একবার তার মুকাতাবাতের ব্যাপারে সাহায্য চাইতে আসলেন। তখন পর্যন্ত তিনি মুকাতাবাতের অর্থ থেকে কিছুই আদায় করেনি। 'আয়েশা (রাঃ) তাকে বললেন, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও। তারা সম্মত হলে আমি তোমার মোকাতাবাতের প্রাপ্য পরিশোধ করে দিব। আর তোমার ওয়ালার অধিকার আমার হবে। বারীরা (রাঃ) তখাটি তার মালিকের কাছে পেশ করলেন। কিন্তু তারা তা অস্বীকার করল এবং বলল, তিনি যদি তোমাকে আযাদ করে সাওয়াব পেতে চান, তবে করতে পারেন। ওয়ালা আমাদেরই থাকবে। আয়েশা (রাঃ) বিষয়টি রাসুলুল্লাহ সল্লাল্লা-হু 'আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পেশ করলে তিনি বললেন, তুমি খরিদ করে আযাদ করে দাও। কেননা যে আযাদ করবে, সেি ওয়ালার অধিকারী হবে। (রাবী) বলেন, তারপর রাসুল্লাহ সাল্লাল্লাহু লাইহি ওয়াসাল্লাম (সাহাবীগণের সমাবেশে) দাঁড়িয়ে বললেন, মানুষের কি হল, এমন সব শর্ত তারা আরোপ করে, যা আল্লাহর নেই। যে এমন কোন শর্ত আরেপ করবে, যা আল্লাহর কিতাবে নেই, তা তার জন্য প্রযোজ্য হবে না; যদিও সে শতবার শর্তারোপ করে। কেননা আল্লাহর কিতাবে দেওয়া মর্থই সঠিক এবং নির্ভরযোগ্য।

0 comments:

Post a Comment

Thanks for your comments.