بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
২৪১৩। হাদীসঃ হযরত
আবু হোরায়রা (রাঃ) বলেন, নবী করীম সল্লাল্লা-হু
‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
হে মুসলমান নারীরা! তোমরা
এক প্রতিবেশিনী আরেক প্রতিবেশিনীকে অবজ্ঞা করো না, নগণ্য মনে করো না, যদি সে তোমার কাছে বকরীর খুরও পাঠিয়ে দেয়।
২৪১৪। হাদীসঃ হযরত
আয়েশা (রাঃ) হযরত ওরওয়া (রাঃ)-কে বললেন, হে ভাগ্নে! আমরা মাসের শুরুতে চাঁদ দেখতাম, এভাবে পর পর তিনটি চাঁদ দেখতাম দু’দুটি মাসে কেটে যে, কিন্তুনবী করীম সল্লাল্লা-হু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর ঘরে চুলায় আগুন জ্বলত না।
ওরওয়া (রাঃ) বর্ণনা করেন, আমি জিজ্ঞেস করলাম,
হে খালা! আপনারা তা হলে কিভাবে
বেঁচে থাকতেন? জবাবে হযরত আয়েশা
(রা”) বললেন, দু’টি কালো বস্তুর উপর
নির্ভর করে আমরা বেঁচে থাকতাম, তার একটি খেজুর এবং
অপরটি পানি।
তবে হ্যা,
কয়েক ঘর আনসার রাসুল সল্লাল্লা-হু
‘আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতিবেশী
ছিল। তাদের কিছু দুধের বকরী ছিল, সেগুলোর দুধের কিছু
অংশ তারা রাসূলুল্লাহ সল্লাল্লা-হু ‘আলাইহি ওয়াসাল্লাম-কে হাদিয়া পাঠালে তা থেকে তিনি আমাদেরকেও কিছু দান করতেন।
Updating Please Stay With Me
0 comments:
Post a Comment
Thanks for your comments.