بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
শিকার ও জবেহ
৫১২০। হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি এমন কুকুর পালন করে, যা গ্রহপালিত জীবজন্তু পাহারাদান কংিবা শিকার ধরার জন্য নয়, তা হলে প্রতিদিন দু'কীরাত করে তার নেক াামলের সওয়াব কমতে থাকে।
৫১২১। হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি শিকারী কুকুর কিংবা পশু রক্ষাকারী কুকুর ব্যতীত অন্য কোন কুকুর পোষে, সেই ব্যক্তির আমলের সাওয়াব থেকে প্রত্যহ দুই কীরাত পরিমাণ কমে যায়।
Updating Please Stay With Me
0 comments:
Post a Comment
Thanks for your comments.