بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
কোরবানী
৫১৮৪। হাদীসঃ হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাযের পূর্বে জবেহ করল, সে যেন নিজের জন্যই জবেহ করল। আর যে ঈদের নামাযের পরে জবেহ করল, তার কোরবাণী পূর্ণ হয়ে গেল এবং সে মুসলমানের রীতি অনুযায়ী আমল করল।
৫১৮৫। হাদীসঃ হযরত 'উকবা ইবনে আমির জুহানী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণের মধ্যে কতগুলো কুরবাণীর পশু বন্টন করলেন। তখন উকবা (রাঃ)-এর ভাগে পড়ল একটি কবীর বাচ্চা। উকবা (রাঃ) বলেন, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! আমার বাগে এসেছে একটি বকরীর বাচ্চা। তিনি বললেন, সেটাই কুরবানী করে নাও।
0 comments:
Post a Comment
Thanks for your comments.