بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
সাক্ষ্যদান পর্ব
২৪৭৮। হাদীসঃ হযরত
ইবনে শিহাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট 'আয়েশা (রাঃ)-এর ঘটনা
সম্পর্কে উরওয়া, ইবনে মুসায়্যাব,
আলকামা, ইবনে ওয়াক্কাস এবং উবায়দুলাহ (রাঃ) বর্ণনা করেছেন,
তাদের বর্ণিত হাদীসের এক অংশ
অন্য অংশের সত্যতা প্রমাণ করে, যা অপবাদকারীরা
"আয়েশা (রাঃ) সম্পর্কে রটনা করেছিল। এদিকে ওয়াহীর অবতরণ বিলম্বিত হলো। তখন রাসূলুল্লাহ
সল্লল্লা-হু 'আলাইহি ওয়াসাল্লাম
আলী ও উসামা (রাঃ)-কে স্বীয় সহধর্মিণীকে পৃথক রাখার ব্যাপারে পরামর্শের জন্য ডেকে পাঠালেন।
উসামা (রাঃ) তখন বললেন, আপনার স্ত্রী সম্পর্কে
ভাল ছাড়া কিছুই আমরা জানি না। আর বারীরা (রাঃ) বললেন, তার সম্পর্কে একটি মাত্র কথাই আমি জানি, তা এই যে, অল্প বয়স হওয়ার কারণে পরিবারের লোকদের জন্য আটা
খামির করার সময় তিনি ঘুমিয়ে পড়েন আর সেই ফাঁকে বকরী এসে তা খেয়ে ফেলে। রাসুলুল্লাহ
সল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেই ব্যক্তির বিরুদ্ধে কে আমাকে সাহায্য করবে;
যার জ্বালাতন আমার পারিবারিক
ব্যাপারে আমাকে আঘাত হেনেছে? আল্লাহর কসম! আমার
সহধর্মিনী সম্পর্কে আমি ভাল ছাড়া অন্য কিছু জানি না। আর এমন এক ব্যক্তির কথা তারা বলে,
যার সম্পর্কে আমি ভাল ছাড়া
অন্য কিছু জানি না।
Updating Please Stay With Me
0 comments:
Post a Comment
Thanks for your comments.