Thursday, June 29, 2017

Treatment । চিকিৎসা

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

চিকিৎসা 
৫৩১৩। হাদীসঃ হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তা’আলা এমন কোন রোগ সৃষ্টি করেননি, যার কোন চিকিৎসা নেই।

৫৩১৪। হাদীসঃ হযরত রুবাই বিনতে মুআওয়েয (রাঃ) বর্ণনা করেন, আমরা মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-্এর সাথে জেহাদে শরীক হতাম। আমরা লোকজনকে পানি পান করাতাম, তাদের সেবা শুশ্রুষা করতাম এবং নিহত আহতদেরকে মদীনায় পৌছাতাম।

৫৩১৫। হাদীসঃ হযরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (বহু) রোগের নিরাময় তিনটি জিনিসে, মধু পান করা, সিংগা লাগানো এবং গরম লোহা দিয়ে দাগানো কিন্তু আমি আমার উম্মতদেরকে গরম লোহা দ্বারা দাগাতে নিষেধ করছি।

Updating Please Stay With Me

0 comments:

Post a Comment

Thanks for your comments.