Thursday, June 29, 2017

Disease and patient । রোগ ও রোগী

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

রোগ ও রোগী

৫২৭৫। হাদীসঃ হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের উপর যে কোন বিপদ আপদ মসিবতই আসে, আল্লাহ তাআলা এর পরিবের্ত তার গুনাহ মিটিয়ে দেন, এমনকি তার শরীরে একটি কাঁটা বিদ্ধ হলেও।

৫২৭৬। হাদীসঃ হযরত আবু সাঈদ খুদরী ও আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান রোগ যন্ত্রণা, কষ্ট, উদ্বেগ, দুশ্চিন্তা, নির্যাতন ও শোকের শিকার হলে এমন কি তার একটি কাঁটা বিদ্ধ হলেও এর পরিবর্তে মহান আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন।

Updating Please Stay With Me

0 comments:

Post a Comment

Thanks for your comments.