Thursday, July 6, 2017

Kafir and Apostates । কাফির ও ধর্মত্যাগী

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

কাফির ও ধর্মত্যাগীদের আলোচনা
৬৩৮৫। হাদীসঃ হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইকল গোত্রের একদল লোক নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করল। কিন্তু মদীনার আবহাওয়া তাদের অনুকূল হল না। তাই তিনি তাদেরকে সাদাকার উটপালের কাছে গিয়ে সেগুলোর পেশাব ও দুগ্ধপান করার আদেশ করলেন। তারা তা-ই করল। ফলে তারা সুস্থ হয়ে গেল। অবশেষে তারা দ্বীন ত্যাগ করে উটপালের রাখালদেরকে হত্যা করে সেগুলো নিয়ে চলল। এদিকে তিনি তাদের পিছনে লোক পাঠালেন। তাদেরকে (ধরে) আনা হল। আর তাদের হাত-পা কাটলেন ও লৌহশলাকা দ্বারা তাদের চক্ষুগুলো ফুঁড়ে দিলেন। কিন্তু তাদের ক্ষতক্ষানে লোহা পুড়ে দাগ দিলেন না। অবশেষে তারা মারা গেল।

৬৩৮৬। হাদীসঃ হযরত আনাস ইবনে মালেক (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরায়না গোত্রের ধর্মত্যাগী লোকদেরকে টুকরা টুকরা করান, তাদের ক্ষতস্থানে কোন প্রকার পট্টি লাগাননি, অবশেষে তারা মৃত্যুবরণ করে।

Updating Please Stay With me

0 comments:

Post a Comment

Thanks for your comments.