بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
রক্তমূল পরিশোধের আলোচনা
৬৪৩৫। হাদীসঃ হযরত আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন, তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত কর আথচ তিনি্ই তোমাকে সৃষ্টি করেছেন। লোকটি বলল, এরপর কোনটি? তিনি বললেন, তারপর হলো, তুমি তোমার সন্তানকে এ ভয়ে হত্যা কর যে, সে তোমার সাথে আহার করবে। লোকটি বলল, এরপর কোনটি? তিনি বললেন, তাপরপর হলো, তুমি তোমাার প্রতিবেশীর স্ত্রীর সাথে যিনা কর। অতঃপর আল্লাহর এ কথার সত্যায়নে অবর্তীণ করলেন এবং তারা আল্লাহর সঙ্গে কোন ইলাহকে ডাকে না, আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে।
৬৪৩৬। হাদীসঃ হযরত ইবনে ওমর (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বিশ্বস্ত মুমিন তার দ্বীনের ব্যাপারে পূর্ণ স্বাধীন থাকে, যদি সে কোন ব্যক্তিকে অবৈধভাবে হত্যা না করে।
Updating Please Stay With Me
0 comments:
Post a Comment
Thanks for your comments.