Recitation । তেলাওয়াত

১. এক মহা (বিপর্যয় সৃষ্টিকারী) দূর্যোগ!
1. The (Day) of Clamour!
২. কি সে মহাদূর্যোগ?
2. What is the (day) of Clamour?
৩. আপনি জানেন সে মহাদূর্যোগটা কি?
3. And what will explain to you what the (day) of Clamour is?
3. And what will explain to you what the (day) of Clamour is?
৪. (এ হচ্ছে এমন একদিন) যেদিন মানুষগুলো পতঙ্গের মতো (ইতস্তত) বিক্ষিপ্ত হয়ে পড়বে
4. (It is) a Day whereon Men will be like moths scattered about,
৫. পাহাড়গুলো রঙ বেরঙের ধুনা তুলার মতো হবে।
5. And the mountains will be like carded wool.
৬. অত:পর যার ওজনের পাল্লা ভারী হবে
6. Then he whose balance (of good deeds) will be (found) heavy,
৭. সে (অনন্তকাল ধরে) সুখের জীবন লাভ করবে;
7. Will be in a Life of good pleasure and satisfaction;
৮. আর যার ওজনের পাল্লা হালকা হবে
8. But he whose balance (ofgood deeds) will be (found) light
৯. হাবিয়া দোযখই হবে তার (আম্রয়দায়িনী) মা।
9. Will have his home in a (bottomless) Pit.
১০. আপনি কি জানেন সে (ভয়াল শাস্তির গর্ত) টি কি?
10. And what will explain to you what this is?
১১. তা হচ্ছে প্রজ্বলিত আগুনের এক (বিশাল) কুন্ডলী!
11. (It is) a Fire blazing fiercely!
0 comments:
Post a Comment
Thanks for your comments.