بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
দু'ঈদের নামায
দু'ঈদের নামায এবং সুন্দর পোশাকে সুসজ্জিত হওয়া
৯০৬। হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, এক সময় হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বাজারে একটি রেশমী জুব্বা দেখতে পেয়ে তা রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে নিয়ে এসে বললেন, হে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম! আপনি এ জুব্বাটি খরিদ করুন। তা হলে ঈদের সজ্জায় এবং বিভিন্ন দেশ থেকে আগত দূতদের সম্মুখে উপস্থিত হতে আপনি এটি পরিধান করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর! এ পোশাক তো কেবল ওদের জন্যই, যাদের আখেরাতে কোন অংশ নেই। এর পর হযরত ওমর (রাঃ) বেশ কিছুদিন অপেক্ষা করলেন (তা খরিদ করলেন না)।
কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একটি রেশমী জুব্বা হযরত ওমর (রাঃ) এর কাছে পাঠিয়ে দিলেন। তিনি সেটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম! আপনি তো বলেছিলেন, এ রেশমী পোশাক কেবল ওদের জন্যই, যাদের আখেরাতে কোন অংশ নেই, অথচ আপনি তা আমার কাছে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, তুমি এটি বিক্রি করে দাও এবং বিক্রিলন্ধ অর্থ দ্বারা নিজের প্রয়োজন মিটাও (পুরুষদের জন্য রেশমী বস্ত্র পরিধান নাজায়েয)।
৯০৭। হাদীসঃ হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন তখন আমার নিকট দ'টি মেয়ে বু'আস যুদ্ধ সংক্রান্ত কবিতা আবৃত্তি করছিল। তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং চেহারা অন্যদিকে ফিরিয়ে রাখলেন। এ সময় আবু বকর (রাঃ) এলেন, তিনি আমাকে ধমক দিয়ে মুখ ফিরিয়ে বললেন, শয়তানী বাদ্যযন্ত্র (দফ্) বাজান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে! তখন রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুখ ফিরিয়ে বললেন, তাদের ছেড়ে দাও। তারপর তিনি যখন অন্য দিকে ফিরালেন তখন আমি তাদের ইঙ্গিত করলাম এবং তারা বের হয়ে গেল। আর ঈদের দিন সুদানীরা বর্শা ও ঢালের দ্বারা খেলা করত। আমি নিজে (একবার) রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আরয করেছিলাম। অথবা তিনি নিজেই বলেছিলেন, তুমি কি তাদের খেলা দেখতে চাও? আমি বললাম হ্যাঁ তারপর তিনি আমাকে তাঁর পিছনে এমনভাবে দাঁড় করিয়ে দিলেন যে, আমার গালি ছল তাঁর গালের সাথে লাগান। তিনি তাদের বললেন, তোমরা যা করতে ছিলে তা করতে থাক, হে বনু আরফিদা। পরিশেষে আমি যখন ক্লান্ত হয়ে পড়লাম, তখন তিনি আমাকে বললেন, তোমার কি দেখা শেষ হয়েছে? আমি বললাম, হ্যাঁ তিনি বললেন, তা হলে চলে যাও।
Updating Please Stay With Me
0 comments:
Post a Comment
Thanks for your comments.