Sunday, February 19, 2017

Debt exchange

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

ঋণের আদান-প্রদান পর্ব


২২৪৪। হাদীসঃ হযরত জাবের বিন আবদুল্লাহ (রাঃ) বলেন, কোন এক যুদ্ধে আমি নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলাম। তিনি তখন বললেন, তুকি কি তোমার উটটি আমার নিকট বিক্রি করা সমীচীন মনে কর? আমি বললাম, হ্যাঁ। অতঃপর উটটি আমি নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বিক্রি করে দিলাম তিনি মদীনায় পৌছলে আমি উট নিয়ে তার কাছে গেলাম। তিনি আমাকে মূল্য পরিশোধ করে দিলেন।

২২৪৫। হাদীসঃ হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম এক ইয়াহূদীর কাছে থেকে এক নির্দিষ্ট মিয়াদে (বাকীতে) খাদ্য ক্রয় করেন এবং তার নিকট নিজের লোহার বর্মটি বন্ধক রাখেন।

২২৪৬। হাদীসঃ হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মূল্য আদায় করার উদ্দেশ্যে সম্পদ গ্রহণ করে, আল্লাহ তাকে তা পরিশোধের ব্যবস্থা করে দেন। আর যে কারো তা নষ্ট বা আত্মসাৎ করার উদ্দেশ্যে গ্রহণ করে আল্লাহ তা ধ্বংস করে দেন।

0 comments:

Post a Comment

Thanks for your comments.