Sunday, February 19, 2017

Irrigation details

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

পানি সেচের বিবরণ

পানি পান করা প্রসঙ্গে। মহান আল্লাহর বাণীঃ ...........
অর্থঃ আমি প্রতিটি প্রাণধারী সত্তাকে পানি থেকে সৃষ্টি করেছি, তা সত্ত্বেও কি তারা ঈমান আনবে না? (সূরা আম্বিয়া)
...............
অর্থঃ তোমরা কি সেই পানি সম্পর্কে চিন্তা করেছ যা তোমরা পান কর, তা তোমরা মেঘ থেকে আবর্তীণ করেছ না আমি তার প্রেরণকারী? আমি ইচ্ছা করলে তা লবনাক্ত করতে পারতাম, তা সত্ত্বেও কেন তোমরা কৃতজ্ঞাতা প্রকাশ করনা?

২২১৪। হাদীসঃ হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একটি পিয়ালা আনা হল। তিনি তা থেকে পান করলেন। তখন তার ডান দিকে ছিল একজন বয়ঃকনিষ্ঠ বালক আর বয়স্ক লোকেরা ছিলেন তার বাম দিকে। তিনি বললেন, হে বালক! তুমি কি আমাকে অবশিষ্ট (পানি টুকু) বয়স্কদেরকে দেওয়ার অনুমতি দিবে? সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনার অবশিষ্ট পানির ব্যাপারে আমি কাউকে প্রাধান্য দিব না। এরপর তিনি তা তাকে দিলেন।

২২১৫। হাদীসঃ হযরত আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য একটি বকরীর দুধ দোহন করা হল। তখন তিনি আনাস ইবনে মালিক (রাঃ)-এর ঘরে অবস্থান করছিলেন এবং সেই দুধের সঙ্গে আনাস ইবনে মালিকের বাড়ির কূপের পানি মেশানো হল। তারপর পাত্রটি নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া হল। তিনি তা থেকে পান করলেন। পাত্রটি তার মুখ থেকে আলাদা করার পর তিনি দেখলেন যে, তার বাদিকে আবু বকর ও ডান দিকে একজন বেদুইন রয়েছে। পাত্রটি তিনি হয়ত বেদুইনকে দিয়ে দেবেন এ আশংকায় উমর (রাঃ) বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর (রাঃ) আপনার পাশেই তাকে পাত্রটি দিন। তিনি বেদুইনকে পাত্রটি দিলেন, যে তার ডানপাশে ছিল। তারপর তিনি বললেন, ডান দিকের লোক বেশি হকদার।

২২১৬। হাদীসঃ হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিরিক্ত পানি নিতে নিষেধ করা যাবে না, কেননা এভাবে (জীব-জন্তুকে) ঘাস খেতে বাধা দেয়া হবে।

২২১৭। হাদীসঃ হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিরিক্ত ঘাসে বাধা সৃষ্টির উদ্দেশ্যে অতিরিক্ত পানি রুখে রাখবে না।

২২১৮। হাদীসঃ হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খনি ও কূপে কর্মরত অবস্থায় কিংবা জন্তু-জানায়োর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে জরিমান দিতে হবে না। খনিজ দ্রব্যের এক পঞ্চমাংশ দিতে হবে।

0 comments:

Post a Comment

Thanks for your comments.