Monday, February 13, 2017

Description of Bail

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

জামিন হওয়ার বর্ণনা পর্ব

২১৬২। হযরত আনাস (রাঃ) বলেন, আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) যখন আমাদের নিকট (মদীনায়) আগমন করেন, তখন নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ও হযরত সা’দ ইবনে রবী’র মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন।

২১৬৩। হযরত আসেম (রাঃ) বলেন, আমি হযরত আনাস ইবনে মালেক (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনার নিকট কি এ হাদীস পৌছেছে যে, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে জাহেলী যুগের সহযোগীতা চুক্তি নেই। তিনি বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে কোরায়শ ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন চুক্তি স্থাপন করেছিলেন।

২১৬৪।  হাদীসঃ হযরত হামযা (রঃ)-এর পিতা (আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত। নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমিয়ে ছিলাম। (স্বপ্নে) দুধ পান করতে দেখলাম, যে তৃপ্তির চিহ্ন যেন আমার নখগুলির মধ্যে প্রবাহিত হচ্ছিল তারপর দুধ (পান করার জন্য) উমর (রাঃ)-কে দিলাম। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন? তিনি বললেন, ইলম।


Updating Please stay With Me

0 comments:

Post a Comment

Thanks for your comments.