Sunday, February 5, 2017

Workers Pay

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
শ্রমিকের মূল্য প্রদান পর্ব
মহান আল্লাহ বলেনঃ خَيْرُ مَنِ اسْتَاْ جَرْتَ الْقَوِىُّ الْاَمِيْنُ
অর্থঃ তোমাদের শ্রমিক হিসাবে সেই উত্তম যে শক্তিশালী ও বিশ্বস্ত, যে উক্ত পদে নিয়োজিত হওয়ার ইচ্ছা করে, তাকে উক্ত বহাল না করা।

২১৩০। হাদীসঃ হযরত আবু মূসা আশআরী (রাঃ) বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই বিশ্বস্ত খাজাঞ্চী, তাকে যা আদেশ করা হয় তা সন্তুষ্ট চিত্তে পালন করে (যাকে যা দিতে বলা হয় তাই দেয়), সে দানকারীদ্বয়ের একজন।

২১৩১। হাদীসঃ হযরত আবু মূসা আশআরী (রাঃ) বলেন, একদা আমি নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে উপস্থিত হলাম। তখন আমার সাথে আশআরী গোত্রের আরো দু'জন লোক ছিল। তিনি (আবু মুসা) বলেন, আমি নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-কে বলালাম, আমি জানতাম না, এরা আপনার নিকট চাকুরী চাইবে। তখন নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোন পদে নিয়োজিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে, তাকে আমি উক্ত পদে কিছুতেই বহাল করব না(বহাল করি না)।

২১৩২। হাদীসঃ হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ দুনিয়াতে এমন কোন নবী পাঠাননি, যিনি ছাগল-ভেড়া চরাননি। তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম! আপনিও কি (চরিয়েছেন)? তিনি জবাবে বললেন, হ্যা; আমিও কয়েক কীরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল ভেড়া চরাতাম (কীরাত- মূল্য বা টাকা পয়সা)।

0 comments:

Post a Comment

Thanks for your comments.