Saturday, February 4, 2017

Etikaf

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

ইতিকাফ পর্ব

মহান আল্লাহ তাআলার বাণী- وَلَاتُبَا شِرُوْ هُنَّ وَاَنْتُمْ عَاكِفُوْنَ فِى الْمَسَا جِدِ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلاَ تَقْرَبُوْ هَا كَذٰلِكَ تُبَيِّنُ اللّٰهُ اٰيٰتِهِ لِلنَّا سِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ 
অর্থঃ তোমরা যখন মসজিদগুলোতে ইতেকাফ অবস্থায় থাকবে তখন নিজেদের স্ত্রীর সাথে সহবাস করবে না। এগুলো হলো আল্লাহর অলংঘনীয় বিধান। তাই এসবের নিকটে যাবে না। এভাবেই আল্লাহ মানুষের কল্যাণে তাঁর নির্দেশাবলী সুস্পষ্টরুপে বর্ণনা করেন যাতে তারা মুত্তকী হয়।

১৯০৮। হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত।তিনি বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশক ই'তিকাফ করতেন।

১৯০৯। হাদীস। নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম -এর স্ত্রীয় হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম রমযানের মেষ দশ দিন ই'তেকাফে বসতেন, যতক্ষণ না মহান আল্লাত তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন। তারপর তার পত্নীগণও (রমযানের শেষ দশকে) ই'তেকাফ করতেন।

Updating Please Stay With Me

0 comments:

Post a Comment

Thanks for your comments.