Monday, February 13, 2017

Farming and sharecropping

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

কৃষিকার্য ও বর্গাচাষ পর্ব

২১৮৬। হাদীসঃ হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন মুসলমান কোন গাছ রোপণ করে বা কোন প্রকার ফসল ফলায়, আর তা থেকে পশুপাখী মানুষ কিংবা চতুস্পদ জন্তু কিছু খায়, তবে তা তার পক্ষ থেকে দান স্বরুপ (সে দানের সওয়াব লাভ করবে)।

২১৮৭। হাদীসঃ হযরত আবু উমাম (রাঃ) থেকে বর্ণিত। একদা তিনি লাঙ্গলের ফলা ও কৃষি যন্ত্রপাতি দেখে বললেন, আমি নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, এটা যে জাতির ঘরে প্রবেশ করে, আল্লাহ সেখানেই হীনতা নীচতা ঢুকিয়ে দেন।

২১৮৮। হাদীসঃ হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শস্য খেতের পাহারা কিংবা পশুর হিফাযতের উদ্দেশ্যে ছাড়া অন্য কোন উদ্দেশ্যে কুকুর পোষে, প্রতিদিন তার নেক আমল থেকে এক কীরাত পরিমাণ কমতে থাকবে।ইবনে সীরীন ও আবু সালিহ (রঃ) আবু হুরায়রা (রাঃ) সূত্রে নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। বকরী অথবা ক্ষেতের হিফাযত কিংবা শিকারের উদ্দশ্যে ছাড়া। আবু হাযিম (রঃ) আবু হুরায়রা (রাঃ) সূত্রে নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন শিকার ও পশুর হিফাযত করা জন্য কুকুর।

Updating Please Stay With Me

0 comments:

Post a Comment

Thanks for your comments.