Sunday, February 19, 2017

Partnership

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

অংশীদারিত্ব পর্ব


২৩৩৮। হাদীসঃ হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র তীর অভিমুখে বাহিনী প্রেরণ করেন এবং আবু উবায়দা ইবনে জাররাহ (রাঃ)-কে তাদের সেনাপতি নিয়োগ করলেন। এ বাহিনীতে তিনশ লোক ছিলেন। আমি তাদের মধ্যে ছিলাম। আমরা রওয়ানা হলাম। কিন্তু মাঝখানেই আমাদের পাথেয় শেষ হয়ে গেল। তখন আবু ওবায়দা (রাঃ) দলের সকলকে নিজ নিজ খাদ্যদ্রব্য এক জায়গায় জমা করার নির্দেশ দিলেন। তাই সমস্ত খাদ্য দ্রব্য জমা করা হল। এতে মোট দু'থলে খেজুর জমা করা হল। আবু উবায়দা (রাঃ) প্রতিদিন আমাদের এই খেজুর থেকে কিছু কিছু করে খেতে দিতেন। অবশেষে তাও শেষ হওয়ার উপক্রম হল এবং জন প্রতি একটা করে খেজুর ভাগে পড়তে লাগল। (রাবী বলেন) আমি (জাবের (রাঃ)-কে বললাম, একটি খেজুর কি যথেষ্ট হত। তিনি বললেন, তার মূল্য তখন বুঝতে পারলাম, যখন তাও শেষ হয়ে গেল। তিনি বলেন, এর পর আমরা সমুদ্র পর্যন্ত পৌছে গেলাম। হঠাৎ ছোট পাহাড়ের ন্যায় একটা মাছ আমরা পেয়ে গেলাম এবং এ বাহিনী আঠারো দিন পর্যন্ত এই মাছ থেকে খেলো। তারপর আবু উবায়দা (রাঃ)-এর আদেশে সে মাছের পাজর থেকে দুটো কাটা দাড় করানো হলো। তারপর তিনি হাওদা লাগাতে বললেন। হাওদা লাগানো হল। এরপর উট তার পাজরের নীচ দিয়ে চলে গেলো কিন্তু উটের দেহ সে দুটো কাটা সম্পর্শ করল না।

Related Posts:

  • Workers Pay بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শ্রমিকের মূল্য প্রদান পর্ব মহান আল্লাহ বলেনঃ خَيْرُ مَنِ اسْتَاْ… Read More
  • Representation بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে ওয়াকালাত (প্রতিনিধিত্বের) পর্ব ভাগ বাটোয়ারা ইত্যাদিতে শরীকের প্র… Read More
  • Etikaf بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে ইতিকাফ পর্ব মহান আল্লাহ তাআলার বাণী- وَلَاتُبَا شِرُوْ هُنَّ وَا… Read More
  • Buy and Sell بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে ক্রয়-বিক্রয় পর্ব মহান আল্লাহর বাণী-........ ১৯২৯। হাদীসঃ হযরত আ… Read More
  • Description of Bail بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে জামিন হওয়ার বর্ণনা পর্ব ২১৬২। হযরত আনাস (রাঃ) বলেন, আবদুর রহমান … Read More

0 comments:

Post a Comment

Thanks for your comments.