Sunday, February 19, 2017

Mortgage

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

রেহান (বন্ধক)


মহান আল্লাহর বাণীঃ .............
অর্থঃ যদি তোমরা সফরে থাক এবং কোন লেখক না পাও তবে (লেনদেনের সময়) কোন জিনিস বন্ধক রাখ।

২৩৬০। হাদীসঃ হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম যবের বিনিময়ে তার লৌহবর্ম (জনৈক ইহুদীর নিকট) বন্ধক রেখেছিলেন। আনাস (রাঃ) বলেন, আমি একবার যবের রুটি ও বিকৃত গন্ধযুক্ত চর্বি নিয়ে নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়েছিলাম। তখন আমি তাকে বলতে শুনেছি, কোনদিন সকাল বেলা বা সন্ধ্যা বেলা মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারবর্গের নিকট এক সা'র অতিরিক্ত (গম বা অন্য কোন) খাদ্য থাকে না। অথচ তখন তারা ছিলেন নয়টি পরিবারভূক্ত।

২৩৬১। হাদীসঃ হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদীর কাছ থেকে নির্দিষ্ট মেয়াদে (মূল্য পরিশোধের শর্তে) খাদ্য শস্য খরিদ করেন এবং নিজ লৌহবর্ম তার নিকট বন্ধক রাখেন।

Related Posts:

  • Salat of Makka & Madina بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে মক্কা শরীফ ও মদীনা শরীফের মসজিদে নামায পড়ার ফজীলত ১১২৫। হাদীসঃ… Read More
  • Tahazzud Salat بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে তাহাজ্জুদ পর্ব মহান আল্লাহর বাণী-وَمِنَ لَّيْلِ فَتَهَجَّدْ بِهِ… Read More
  • Sahu Sazdah بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে সাজদা সাহুর বর্ণনা ১১৬১। হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে বুহায়না (রাঃ… Read More
  • Salat Related Work بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে নামাযের সাথে সংশ্লিষ্ট কাজসমূহ ১১৩৪। হাদীসঃ হযরত ইবনে আব্বাস (রা… Read More
  • Zanazar Salat بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে জানাযার নামায পর্ব জানাযা (মৃত ব্যক্তি) সম্পর্কে বর্ণনা ১১৭৫। হ… Read More

0 comments:

Post a Comment

Thanks for your comments.