Sunday, February 19, 2017

Mortgage

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

রেহান (বন্ধক)


মহান আল্লাহর বাণীঃ .............
অর্থঃ যদি তোমরা সফরে থাক এবং কোন লেখক না পাও তবে (লেনদেনের সময়) কোন জিনিস বন্ধক রাখ।

২৩৬০। হাদীসঃ হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম যবের বিনিময়ে তার লৌহবর্ম (জনৈক ইহুদীর নিকট) বন্ধক রেখেছিলেন। আনাস (রাঃ) বলেন, আমি একবার যবের রুটি ও বিকৃত গন্ধযুক্ত চর্বি নিয়ে নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়েছিলাম। তখন আমি তাকে বলতে শুনেছি, কোনদিন সকাল বেলা বা সন্ধ্যা বেলা মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারবর্গের নিকট এক সা'র অতিরিক্ত (গম বা অন্য কোন) খাদ্য থাকে না। অথচ তখন তারা ছিলেন নয়টি পরিবারভূক্ত।

২৩৬১। হাদীসঃ হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদীর কাছ থেকে নির্দিষ্ট মেয়াদে (মূল্য পরিশোধের শর্তে) খাদ্য শস্য খরিদ করেন এবং নিজ লৌহবর্ম তার নিকট বন্ধক রাখেন।

0 comments:

Post a Comment

Thanks for your comments.