Sunday, February 19, 2017

Violence and revenge killings

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

জুলুম ও হত্যার প্রতিশোধ গ্রহণ 


জুলুম অপহরণ সম্পর্কে। মহান আল্লাহর বাণী-..............

অর্থঃ (জালেমের জুলুম প্রতিরোধ বিলম্বিত হতে দেখে) তোমরা মহান আল্লাহকে জালেমদের কার্যকলাপ সম্পর্কে অনবহিত মনে করো না। বস্তুতঃ আল্লাহ তাদেরকে ঐ দিনের জন্য অবকাশ দিচ্ছেন, যে দিন ভয়ে তাদের নয়নযুগল স্থির হয়ে যাবে এবং তারা মাথা উচু করে ছুটতে থাকবে।

সেদিন তারা তাদের চোখের পাতা এক করতে পারবে না এবং তাদের অন্তর হয়ে যাবে জ্ঞান শূন্য। আপনি লোকদেরকে এ দিন সম্পর্কে সর্তক করুন যেদিন আযাব তাদের উপর এসে পড়বে। সেদিন জালেমরা বলবে, হে পরওয়ারদিগার। আমাদেরকে আর খানিকটা অবকাশ দিন। আমরা আপনার আহবানে সাড়া দিব এবং রাসুলদের আনুগত্য করব। তোমরা কি ইতিপূর্বে কসম করে বলনি যে, তোমরাদের কখনও পতন নেই? অথচ তোমরা সেসব জাতির বস্তিসমূহে বসবাস করতে যারা নিজেদের ওপর জুলুম করেছিল এবং আমি তাদের সাথে কি ধরনের আচরণ করেছি তাও তোমাদের নিকট সুস্পষ্ট ছিল। আর তাদের উদাহরণ পেশ করে আমি তোমাদের বুঝিয়েছিলাম তারা তাদের সব চক্রান্ত করে দেখেছে। কিন্তু তাদের প্রতিটি চক্রান্ত নস্যাতের ব্যবস্থা আল্লাহ তায়ালার নিকট ছিল। যদিও তাদের চক্রান্ত এতটা শক্ত ছিল যেন পাহাড় তাতে টলে যাবে। তোমরা কখনো এমন ধারণা পোষণ করো না যে, আল্লাহ তার রাসুলের নিকট কৃত ওয়াদা খেলাপ করবেন। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী।

২২৯৫। হাদীসঃ হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা যখন দোযখের আগুন থেকে নাজাত পাবে, তখন দুনিয়াতে একে অপরের প্রতি যে জুলুম করেছিল, তার প্রতিশোধ নেয়া হবে। অবশেষে যখন তারা (পাপ পঙ্কিলতা থেকে) পবিত্র হয়ে যাবে, তখন বেহেশতে প্রবেশের অনুমতি দেয়া হবে। সে সত্তার কসম! যার হাতে মুহাম্মদ-এর জীবন। নিশ্চয়ই তাদের প্রত্যেকে পৃথিবীতে যেমন একে অপরেরর বাড়ি চিনতো, তার চাইত বেশি বেশি তাদের বেহেশতের বাড়িকে চিনতে পাড়বে।

0 comments:

Post a Comment

Thanks for your comments.