بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
সাজদা সাহুর বর্ণনা
১১৬১। হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে বুহায়না (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক নামাযে নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম দু'রাকআত আদায় করে না বসে দাঁড়িয়ে গেলেন। মুসল্লীগণ তাঁর সঙ্গে দাঁড়েয়ে গেলেন। যখন তাঁর নামায় সমাপ্ত করার সময় হলো এবং আমরা তাঁর সালাম ফিরানের অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম ফিরানোর আগে তাকবীর বলে বসে বসেই দু'টি সিজদা করলেন। তারপর সালাম ফিরালেন।
১১৬২। হাদীসঃ হযরত আবদুল্লাহ ইবনে বুহায়না (রাঃ) থেকে বর্ণিত তিন বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম যুহরের দু'রাকাআত আদায় করে দাঁড়িয়ে গেলেন। দু'রাকাআতের পর তিনি বসলেন না। নামায শেষ হয়ে গেলে তিনি দু'টি সিজদা করলেন এবং এরপর সালাম ফিরালেন।
১১৬৩। হাদীসঃ হযরত আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামায পাঁচ রাকাআত আদায় করলেন। তাঁকে জিজ্ঞাসা করা হল, নামায কি বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, এ প্রশ্ন কেন? (প্রশ্নকারী) বললেন, আপনি তো পাঁচ রাকাআত নামায আদয় করেছেন! অতএব তিনি সালাম ফিরানের পর দুটি সিজদা করলেন।
Updating Please Stay With Me
0 comments:
Post a Comment
Thanks for your comments.