Friday, February 3, 2017

Zanazar Salat

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

জানাযার নামায পর্ব

জানাযা (মৃত ব্যক্তি) সম্পর্কে বর্ণনা

১১৭৫। হাদীসঃ হযরত আবু যর গেফারী (রাঃ) বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত জিব্রাঈল (আঃ) এক সময় আমার কাছে এসে বললেন, অথবা আমাকে শুভ সংবাদ প্রদান করলেন, আমার উম্মতের যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে, সে আল্লাহর সাথে শিরক করেনি, সে বেহেশতে যাবে। বর্ণনাকারী বলেন, তখন আমি নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম -কে প্রশ্ন করলাম, যদি সে ব্যক্তি যেনা করে, চুরি করে তবুও কি বেহেশতে যাবে? তিনি বললেন, যদিও সে যেনাকার হয়, যদিও চুরি করে, তবুও আল্লহর সাথে শিরক না করলে বেহেশতে যাবে।

১১৭৬। হাদীসঃ হযরত আব্দুল্লাহ (ইবনে মাসউদ) (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলে, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম  বলেছেন, যে আল্লাহর সঙ্গে শিরক করা অবস্থায় মারা যায়, সে জাহান্নামে প্রবেশ করবে। আমি বললাম, যে আল্লাহর সঙ্গে কোন শিরক না করা অবস্থায় মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে।

১১৭৭। হাদীসঃ হযরত বারা বিন আযেব (রাঃ) বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটি কাজের আদেশ করেছেন এবং সাতটি কাজ থেকে নিষেধ করেছেন। তিনি যে সাতটি কাজের আদেশ করছেন তা হল- (১) জানাযার পেছনে পেছনে যাওয়া, (২) রুগ্ন ব্যক্তির খোঁজ খবর নেয়া, (৩) কেউ দাওয়াত দিলে তার দাওয়াতে উপস্থিত হওয়া, (৪) মজলুমের সাহায্য করা, ৯৫) কেউ কসম করে কিছু বললে তার সত্যায়ন করা, (৬) সালামের জবাব দেয়া, (৭) কেউ হাঁচি দিয়ে আলহামদু লিল্লাহ বললে জবাবে ইয়ারহামুকাল্লাহ (আল্লাহ তোমার প্রতি রহম করুন) বলা।
আর তিনি আমাদেরকে যে সাতটি কাজ থেকে নিষেধ করেছেন তা হল- (১) চান্দির বরতন ব্যবহার না করা, (২) স্বর্ণের আংটি পরিধান না করা, (৩) রেশমী বস্ত্র ব্যবহার না করা, (৪) দ্বীবাজ (বিশেষ এক প্রকার রেশমী বস্ত্র) (৫) কাসী-এও বিশেষ এক প্রকার রেশমী বস্ত্র (৬) ইস্তেবরা-এক প্রকার মোটা ধরনের রেশমী বস্ত্র, অর্থাৎ বিভিন্ন ধরনের রেশমী বস্ত্র ব্যবহার থেকে নিষেধ করেছেন।

১১৭৮। হাদীসঃ হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম -কে আমি বলতে শুনেছি যে, এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক পাঁচটিঃ ১। সালামের জওয়াব দেওয়া, ২। অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নেওয়া, ৩। জানাযার অনুগমন করা, ৪। দাওয়াত কবুল করা এবং ৫। হাঁচি দাতার জবাব দেওয়া।

Updating Please Stay With me

0 comments:

Post a Comment

Thanks for your comments.