Sunday, February 19, 2017

To pick up the objects

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

কুড়িয়ে পাওয়া বস্তুর বর্ণনা


২২৮২। হাদীসঃ হযরত উবাই বিন কা’ব (রাঃ) বলেন, একবার আমি একটা টাকার থলে পেয়েছিলাম। যাতে একশত দীনার (স্বর্ণ মুদ্রা) ছিল। আমি নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-কে তা জানালে তিনি বললেন, তুমি এক বৎসর পর্যন্ত ঘোষণা করতে থাক। আমি তাই করলাম কিন্তুু এমন কোন লোক পেলাম না যে তা শনাক্ত করতে পারে। অতঃপর আমি পুনরায় নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গিয়ে জানালাম। তিনি বললেন, আরো এক বৎসর ঘোষণা করতে থাক। আমি তাই করলাম, কিন্তু এবারও আমি কাউকে শনাক্তকারী পেলাম না। আমি পুনরায় নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গিয়ে জানালে তিনি বললেন, মুদ্রার থলের আকার, সংখ্যা ও তার বাধন মনে রেখ। যদি মালিক আসে (তবে তাকে দিয়ে দিবে), নতুবা তুমি তা ভোগ করবে। অতঃপর আমি তা ভোগ করলাম।

শো’বা (রঃ) বলেন, আমি এর পর মক্কায় সালামার সাথে দেখা করি। তিনি বললেন, আমার মনে নেই তিন বছর না কি এক বছর পর্যন্ত ঘোষণা করতে বলেছেন।

২২৮৩। হাদীসঃ হযরত যায়েদ ইবনে খালিদ জুহানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক বেদুঈন এসে নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-কে পড়ে থাকা বস্তু গ্রহণ সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক বছর যাবত এর ঘোষণা দিতে থাক। এরপর থলে ও তার বাধন স্মরণ রাখ। এর মধ্যে যদি কোন ব্যক্তি আসে এবং তোমাকে তার বিবরণ দেয়। (তবে তাকে দিয়ে দিবে), নতুবা তুমি তা ব্যবহার করবে। সে বলল, ইয়া রাসূলাল্লাহ্! হারানো বস্তু যদি বকরী হয়? তিনি (নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তোমার অথবা তোমার ভাইয়ের অথবা নেকড়ের জন্য। সে আবার বলল, হারানো বস্তু উট হলে, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারায় রাগের ভাব ফুটে উঠল। তিনি নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে তোমার কি প্রয়োজন? তার সাথেই (জুতার ন্যায়) ক্ষুর ও পানির পাত্র রয়েছে, সে পানি পান করবে এবং গাছের পাতা খাবে।

0 comments:

Post a Comment

Thanks for your comments.