Friday, April 21, 2017

Maryam । মারইয়াম-ঈসা নবীর মা

Recitation । তেলাওয়াত

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

١ كهٰيٰعص
১. কাফ-হা-ইয়া-আঈন-ছোয়াদ।
1. Kaaf. Haa, Yaa, Ayin. Swaad.
٢ ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهُ زَكَرِيَّا
২. (হে নবী! এ হচ্ছে) আপনার প্রভুর অনুগ্রহের (কথাগুলো) স্মরণ (করুন), যা তিনি তার এক অনুগত বান্দার যাকারিয়ার নিকট (প্রেরণ) করেছিলেন।
2. (This is) a mention of the Mercy of your Lord to His servant Zakariya.
٣ اِذْ نَادٰى رَبَّهُ نِدَاءً خَفِيًّا
৩. তখন সে একান্ত নীরবে তার প্রভুকে ডাকছিলো।
3. Behold! he cried to his Lord in secret.
٤ قَالَ رَبِّ اِنِّىْ وَهَنَ الْعَظْمُ مِنِّىْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْ بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا
৪. সে বলেছিলো, হে আমার প্রভু, আমার (শরীরের) হার দূর্বল হয়ে পড়েছে এবং (আমার) মাথা শুভ্রোজ্জ্বল হয়ে গেছে (তুমি আমার দোয়া কবুল করো), হে আমার প্রভু! আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হয়নি!
4. Praying: "O my Lord! infirm indeed are by bones, and the hair of my head doth glisten with grey: but never am I unstable, O my Lord, in my prayer to You!
٥ وَاِنِّىْ خِفْتُ الْمَوَالِىَ مِنْ وَّرَائِىْ وَكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا فَهَبْ لِىْ مِنْ لَّدُنْكَ وَلِيًّا
৫. আমার (মৃত্যুর পর) আমি আমার পেছনে পড়ে থাকা আমার ভা্ই বন্ধুদের (দ্বীনের ব্যপারে) ভয় করছি, (অন্যদিকে) আমার স্ত্রীও হচ্ছে বন্ধ্যা, (সন্তান ধারণে সে সক্ষম নয়, তাই) তুমি একান্ত তোমার কাছ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো,
5. "Now I fear (what) my relatives (and colleagues) (wilt do) after me: but my wife is barren: so give me an heir as from Thyself,

Updating Please Stay With Me

Related Posts:

  • Al Fil । ফীল - হাতি Recitation । তেলাওয়াত Bangla Meaning: ১. আপনি কি দেখেননি আপনার প্রভু (কা'বা ধ্বংসের জন্যে আগত) হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন? ২. তিনি কি ত… Read More
  • Al Kafirun । কাফিরুন - অবিশ্বাসীগণ Recitation । তেলাওয়াত Bangla Meaning: ১. হে নবী) আপনি বলে দিন, হে কাফেরা ! ২. আমি (তাদের) ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, ৩. না তোমরা (তার) ই… Read More
  • Al Kawsar । কাওসার - প্রাচুর্য Recitation । তেলাওয়াত Bangla Meaning: ১. (হে নবী!) আমি নিশ্চয়ই আপনাকে (নেয়ামতে পরিপূর্ণ) কাওসার দান করেছি। ২. অতএব, আপনার প্রভুকে ম্মরণ করার জন্… Read More
  • Quraish । কুরাইশ - একটি গোত্রের নাম Recitation । তেলাওয়াত Bangla Meaning:: ১. (কা'বা পাহারাদার) কোরাইশ বংশের প্রতিরক্ষার জন্যে, ২. তাদের প্রতিরক্ষা শীত ও গরমকালের সফরের জন্যে, ৩. তাদ… Read More
  • Al Ma'un । মাউন - ছোটখাট সাহায্য Recitation । তেলাওয়াত Bangla Meaning: ১. আপনি কি সে ব্যক্তির কথা (কথনো) ভেবে দেখেছেন, যে শেষ বিচারের দিনকে অস্বীকার করে?  ২. এ তো হচ্ছে স… Read More

0 comments:

Post a Comment

Thanks for your comments.