Friday, May 5, 2017

Al Hijr । হিজর - পাথুরে পাহাড়

Recitation । তেলাওয়াত

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে


١ الرٰ ۚ تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ وَقُرْاَنٍ مُّبِيْنٍ
১. আলিফ-লাম-রা! এগুলো হচেছ সেই মহান গ্রন্থ ও সুষ্পষ্ট কোরআনের আয়াত।
1. Alif Laam Raa. These are the Ayats of Revelation, of a Quran that makes things cclear.
٢ رُبَمَا يَوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ كَانُوْا مُسْلِمِيْنَ
২. (এমন একটি দিন অবশ্যই আসবে যেদিন) যারা (আল্লাহ তায়ালাকে) অস্বীকার করছে তারা চাইবে, যদি (সত্যি সত্যিই) তারা মুসলমান হয়ে যেতো!
2. Often will those who disbelieve, wish that they had been Muslims.
٣ ذَرْهُمْ يَاْكُلُوْا وَيَتَمَتَّعُوْا وَيُلْهِهِمُ الْاَمَلُ فَسَوْفَ يَعْلَمُوْنَ
৩. (হে নবী)! আপনি তাদের নিজ নিজ অবস্থার ওপর) ছেড়ে দিন, তারা খাওয়া দাওয়া করুক, ভোগ উপভোগ করতে থাকুক, (মিথ্যা) আশা তাদের মোহাচ্ছন্ন করে রাখুক, শীঘ্রই তারা জানতে পারবে (কোন প্রতারণার জালে তারা আটকে পড়েছিলো।
3. Leave them alone, to eat and enjoy and let (false) hope distract them: for they will soon know.
٤ وَمَا اَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُوْمٌ
৪. যে কোনো জনপদকেই আমি ধ্বংস করি না কেন তার (ধ্বংসের জন্যে একটি নির্ধারিত সময় আগে থেকেই লিপিবদ্ধ থাকে।
4. Never did we destroy a population that had not a tern decreed and assigned beforehand.


٥ مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَاْخِرُوْنَ 
৫. কোনো জাতিই তার (ধ্বংসের) কাল (যেমন) ত্বরান্বিত করতে পারে না, (তেমনি) তারা তা বিলম্বিতও করতে পারে না।
5. Neither can a  people anticipate its term, nor delay it.
৬. তারা বলে ওহে যার উপর কোরআন অবর্তীণ করা হয়েছে তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি।
6. They say: "O thou to whom the message is being revealed! Truly thou art mad (or possessed)!
৭. তুমি সত্যবাদী (নবী) হলে আমাদের সামনে ফেরেশতাদের নিয়ে আসো না কেন?
7. "Why bringest thou not angels to us if it be that thou hast the Truth?"
৮. (হে নবী আপনি তাদের বলে দিন) আমি ফেরেশতাদের (কখনো) কোন সঠিক (কারণ) ছাড়া নাযিল করি না, (তাছাড়া একবার যদি আযাবের আদেশ নিয়ে) ফেরশতা এসেই যার, তবে তো আর তোদের কোনো অবকাশই দেয়া হবে না।
8. We sent not the angels down except for just cause: if they came (to the ungodly), behold! no respite would they have!
৯. আমি উপদেশ (সম্বলিত কোরআন) অবর্তীণ করেছি এবং আমিই রাসূল প্রেরণ করেছিলাম।
9. We have, without doubt, sent down the message and We will assuredly guard it (from corruption).

Updating Please Stay With Me

Related Posts:

0 comments:

Post a Comment

Thanks for your comments.