Thursday, June 29, 2017

Drink products । পানীয় দ্রব্য

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

পানীয় দ্রব্য
৫২১১। হাদীসঃ হযরত ইবনে ওমর (রাঃ) হতে বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক দুনিয়ায় মদ পান করল, তা থেকে তওবা করল না, সে আখেরাতে অবশ্যই তা থেকে বঞ্চিত হবে।

৫২১২। হাদীসঃ হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইসরা-মিরাজের রাতে ঈলিয়া নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে শরাব ও দুধের দুটি পেয়ালা পেশ করা হয়েছিল। তিনি উভয়টির দিকে নযর করলেন এরপর দুধের পেয়ালাটি গ্রহণ করেন। তখন জিব্রাঈল (রাঃ) বললেন, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আপনাকে স্বভাবজাত জিনিসের দিকে পথ দেখিয়েছেন। আর যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরাহ হয়ে যেত।

Updating Please Stay With Me

0 comments:

Post a Comment

Thanks for your comments.