Monday, February 20, 2017

Slave Free

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

ক্রীতদাস মুক্ত কারার পর্ব

আল্লাহ তায়ালা বলেন, ...............
অর্থঃ তাহল কৃতদাস মুক্ত করা। ক্ষুধার দিনে নিকট আত্মীয় ইয়াতীমকে খানা খাওয়ানো। (সূরা বালাদ: ১১-১২)

২৩৬৮। হাদীসঃ হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানকে দাসত্ব থেকে মুক্ত করবে, তার প্রতিটি অঙ্গের বিনিময়ে আল্লাহ তার প্রতিটি অঙ্গকে দোযখের আগুন থেকে রক্ষা করবেন। সাঈদ ইবনে মারজানা বলেন, আমি আলী ইবনে হুসাইন ইমাম জয়নুল আবেদীন (রাঃ)-এর নিকট গিয়ে এ হাদীসখান বর্ণনা করলে তিনি তার এমন এক ক্রীতদাসকে মুক্ত করার সংকল্প করলেন, যাকে খরিদ করার জন্য আবদুল্লাহ ইবনে জাফর দশ হাজার দিরহাম (এক হাজার স্বর্ণ মুদ্রা) দিতে প্রস্তুত ছিলেন। এর পর (ইমাম জয়নুল আবেদীন (রাঃ) তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেন।

২৩৬৯। হাদীসঃ হযরত আবু যার গিফারী (রাঃ) বলেন, আমি নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলাম, কোন কাজ সর্বাপেক্ষা উত্তম? তিনি বললেন, আল্লাহর প্রতি ঈমান এবং তার পথে জেহাদ করা। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, কোন ধরনের ক্রীতদাস মুক্ত করা উত্তম? তিনি বললেন, যার মূল্য অধিক এবং মনিবের কাছে বেশি প্রিয়। আমি বললাম, যদি আমি এরুপ করতে সামথ্য না হই? তিনি বললেন, কোন কারিগর বা শিল্পীকে তার (শিল্প কর্মে) অথবা কোন অদক্ষ অনিপুণ লোককে সাহায্য করবে। আমি আবারো বললাম, যদি আমি এ কাজও করতে সক্ষম না হই তা হলে? তখন তিনি বললেন, মানব সমাজকে তুমি তোমার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখবে। কেননা এও সদকা , যা তুমি নিজের জন্য করতে পার।

২৩৭০। হাদীসঃ হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) থেকে বর্ণিত্ তিনি বলেন, নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণের সময় গোলাম আযাদ করার নির্দেশ দিয়েছেন।

২৩৭১। হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) থেকে  বর্ণিত। তিনি বলেন, সূর্য গ্রহণের সময় আমাদেরকে গোলাম আযাদ করার নির্দেশ দেওয়া হতো।

২৩৭২। হাদীসঃ হযরত সালিমের পিতা ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত। নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দু'জনের মালিকানাধীন গোলাম আযাদ করে, সে সচ্ছল হলে প্রথমে গোলামের মূল্য নির্ধারণ করা হবে, তারপর আযাদ করবে।

Related Posts:

  • Kasor Salat بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে কসর নামাযের বর্ণনা ১০২৭। হাদীসঃ হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণ… Read More
  • Salat Related Work بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে নামাযের সাথে সংশ্লিষ্ট কাজসমূহ ১১৩৪। হাদীসঃ হযরত ইবনে আব্বাস (রা… Read More
  • Tahazzud Salat بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে তাহাজ্জুদ পর্ব মহান আল্লাহর বাণী-وَمِنَ لَّيْلِ فَتَهَجَّدْ بِهِ… Read More
  • Salat of Makka & Madina بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে মক্কা শরীফ ও মদীনা শরীফের মসজিদে নামায পড়ার ফজীলত ১১২৫। হাদীসঃ… Read More
  • Quran recitation prostration بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে কুরআন তেলাওয়াতের সিজদা Quran recitation prostration ১০১৪। হাদীস… Read More

0 comments:

Post a Comment

Thanks for your comments.